আইআইইউসিতে ইনস্টিটিউট অফ ফরেইন ল্যাঙ্গুয়েজেসের (আইএফএল) ইনফরমেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সেমিনার হলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
এতে বিদেশি ভাষা শিক্ষা ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়। যাতে ইংরেজি, আরবি, তুর্কি ভাষা শিক্ষা কোর্স অন্তর্ভূক্ত রয়েছে। শীঘ্রই চাইনিজ এবং ফরাসী ভাষা কোর্সও চালু করা হবে। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি। প্রধান অতিথি বলেন, ১৯৯৪ সালে আরবি ভাষা শিক্ষা কোর্স চালু হয়। আমি কোর্সের প্রথম শিক্ষক ছিলাম এবং হাতে লিখে সিলেবাস তৈরি করেছিলাম, যা হয়তো সংরক্ষিত থাকবে। তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শিখা গুরুত্বপূর্ণ। তিনি শীঘ্রই ভাষা শিক্ষার একটি আধুনিক ল্যাব করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন আজ বাস্তবতায় রূপ নিয়েছে। আমি চাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা বিদেশি ভাষা শেখার জন্য এখানে আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পাবে।
আইআইইউসির আইএফএলের ডিরেক্টর মো. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, বিদেশি ভাষা শিক্ষা ইন্সটিটিউটের উপ পরিচালক শাহাদাত হোসাইন এবং তুর্কি ভাষা শিক্ষার কো–অর্ডিনেটর শামীম হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।