বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যের সভাপতিত্বে ও বিজয় শর্মার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির সভাপতি ড. মুহাম্মদ আনিসুল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্য্য। মহান অতিথি ছিলেন ট্রাস্টি উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি ছিলেন তাপস কুমার নন্দী, কাউন্সিলর জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত, জি. কিবরিয়া, ড. শেখর রায়, ড. ইকবাল মাহমুদ, পলাশ কান্তি নাথ রনি, লায়ন ইঞ্জি. মনতোষ মুহুরী, এস.এম রাকিব হাসান, শেখ টুটুল, বিশ্বজিত হালদার, চিন্ময় চৌধুরী মিথুন, ড. মিল্টন বাড়ৈ, মিলন চক্রবর্তী, প্রিয় মোহন কাছারী। বক্তব্য রাখেন ইয়াসিন আরাফাত মেহেদী, রতন আচার্য্য, সুজিত আচার্য্য, এস.কে আচার্য্য শ্যামল, মিন্টু শর্মা, লায়ন রিমন মুহুরী, জয়দেব আচার্য্য, সুজিত আচার্য্য, সুজন আচার্য্য, দুলাল বড়ুয়া প্রমুখ। শেষে প্রবীণ জ্যেতিষবিদদের সংবর্ধনা ও সকল বিভাগীয় জেলা, উপজেলার এস্ট্রলজার্সদের সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।