অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন!

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১০:৪৭ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সে সাধারণ যাত্রী পরিবহনের অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম শহ‌রে বাঁশখালী হাসপাতা‌লের ক‌রোনার নমুনা জমা দি‌য়ে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ৪৩ মিনিটে
জানা যায়, নগরীর নিউ মার্কেট এলাকা থে‌কে অ্যাম্বুলেন্স চালক মো. আলমগীর সাধারণ গা‌ড়ির মতো ডেকে ডেকে গাড়িতে যাত্রী উঠাচ্ছেন। এসময় সাংবাদিক নয়ন চক্রবর্ত্তীকে গা‌ড়ি‌তে তুল‌তে গি‌য়ে বিষয়‌টি আলোচনায় আ‌সে।
প‌রে যাত্রী তোলার দৃশ্যটি বি‌ভিন্ন সামা‌জিক মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়‌লে বাঁশখালী প্রশাস‌নের নজ‌রে আ‌সে।
গা‌ড়িচালক মো. আলমগীর এ ব্যাপা‌রে ব‌লেন, “নিউ মা‌র্কেট দি‌য়ে আসার প‌থে এক প‌রি‌চিত লোক ডাক দি‌লে তার জন্য দাঁড়া‌লে এ সময় আ‌রো কয়েকজন ‌লোক গা‌ড়ি‌তে উঠ‌তে চান মাত্র।”
এ ব্যাপা‌রে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউর রহমান মজুমদার বলেন, “অ্যাম্বুলেন্সে যাত্রী উঠানোর অভিযোগটা পেয়েছি। ব্যাপারটা আমি চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয়কে জানিয়েছি। গাড়িচালকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “বিষয়টি জানার পর আ‌মি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি গাড়িচালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।” এ ধর‌নের যাত্রী প‌রিবহন কোনো অবস্থায় উ‌চিত নয় ব‌লে জানান তি‌নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ চেষ্টা প্রতিরোধ করতে গিয়ে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু