অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করলেন এক মা। গতকাল রবিবার দুপুরে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ও স্বাস্থ্য কর্মকর্তার সহায়তায় জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সেই সাজেদা আক্তার (২৭) নামের এক গর্ভবতী মহিলার নিরাপদ প্রসব করানো হয় ।
জানা যায়, ফেনী সদরের আরসাদিয়া এলাকার বাসিন্দা সাজেদা আক্তার প্রসব ব্যাথা নিয়ে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়। পরে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার সময় সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার পথে গর্ভবতি মহিলা প্রসব ব্যথায় কাতর হয়ে চটপট করতে থাকলে বাধ্য হয়ে ওই গাড়ি সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হানির নেতৃত্বে এস,এস.এম.ও শিপন, মিড ওয়াইফ রাফিন, এস.এস.এন নার্সিং সুপারভাইজার হোসনে আরা বেগম, আয়া নুর জাহানসহ একটি টিমের সহায়তায় হাসপাতালের বহির্বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যেই ওই গর্ভবতী মহিলার নিরাপদ প্রসব হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুউদ্দিন রাশেদ জানান, রোগী ফেনী থেকে যাওয়ার পথে খুবই সংকটাপন্ন ছিল। আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছেন। প্রসব সম্পাদনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।