অস্ত্র ও বিস্ফোরকসহ নব্য জেএমবির চার সদস্য গ্রেপ্তার

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৪:৩২ পূর্বাহ্ণ

বগুড়ায় অস্ত্র, গুলি, বিস্ফোরক, বোমা তৈরির সামগ্রীসহ নব্য জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, যাদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। গতকাল শনিবার তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে শিবগঞ্জ থানায় মামলার পর রিমান্ডের জন্য আদালতে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
গত শুক্রবার রাত আনুমানিক পৌনে ২টায় শিবগঞ্জ উপজেলার চণ্ডিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। গ্রেপ্তাররা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের ছাত্র ও গোপালগন্‌গ জেলার মকসুদপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে এবং নব্য জেএমবির আইটি সদস্য তানভীর আহাম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র, ময়মনসিংহ জেলা সদরের আব্দুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮), টাঙ্গাইল জেলার ভূয়াপুরের খন্দকার গোলাম সারোয়ারের ছেলে এবং এ দলের মিডিয়া শাখার প্রধান মো. জাকারিয়া (৩১), এবং ময়মনসিংহ জেলা সদরের আব্দুল হাকিমের ছেলে আবু সাঈদ (২৭)। শনিবার পুলিশ সুপারের কনফারেন্স হলে প্রেস ব্রিফিং এ ডিআইজি আব্দুল বাতেন বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগাজিন, দুইটি রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশি তৈরি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ, তিনটি অত্যাধুনিক বার্মিজ চাকু, একটি চাপাতি, এক কেজি বিস্ফোরক দ্রব্য পটাশিয়াম ক্লোরেট, দুইটি লাল টেপ, চারটি ব্যাটারি, কিছু পরিমাণ তারসহ জেহাদি বই উদ্ধার করা হয়। জঙ্গিরা নাশকতার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার চণ্ডিহারার এক স্থানে সমবেত হতে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান ডিআইজি। তিনি জানান, জঙ্গিরা সমবেত হয়ে ‘সারা দেশে হামলার পরিকল্পনা করছিল’ বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানায়।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের একটি কালো দিন : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক হামলা নির্যাতন বন্ধের দাবি