অস্ট্রেলিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের একটি চালানের রপ্তানি আটকে দিয়েছে ইতালির সরকার। তাদের এ সিদ্ধান্তের ফলে ইতালিতে বানানো আড়াই লাখ ডোজ টিকা অস্ট্রেলিয়ায় যাচ্ছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্যাকসিন বানানো কোনো কোম্পানি যদি জোটের সঙ্গে চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়, তাহলে সদস্য রাষ্ট্র সেখান থেকে ভ্যাকসিন রপ্তানি বন্ধের সুযোগ পাবে। ইতালি-ই ইইউ জোটের প্রথম দেশ, যারা এ নির্দেশনা কাজে লাগালো। অস্ট্রেলিয়া বলেছে, একটি চালান হাতছাড়া হওয়ার কারণে তাদের টিকাদান কর্মসূচি খুব একটা ব্যাহত হবে না। দেশটিতে ভ্যাকসিনের চালান আটকে দেওয়ার এ সিদ্ধান্তে ইউরোপিয়ান কমিশনের সমর্থন আছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ইতালি ও ইউরোপিয়ান কমিশনের এ সিদ্ধান্ত পর্যালোচনায় অস্ট্রেলিয়া আপিল করছে বলে জানিয়েছে আল-জাজিরা।
অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরের প্রথম তিন মাসে ইইউ-র সদস্য রাষ্ট্রগুলোকে যত টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে মাত্র ৪০ শতাংশ সরবরাহের পথে রয়েছে। ঘাটতির জন্য উৎপাদনজনিত সমস্যাকেই দায়ী করছে কোম্পানিটি।