অস্ট্রেলিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি স্থগিত করল চীন

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চীন পাল্টা পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি স্থগিত করেছে। এর আগে অস্ট্রেলিয়া বেল্ট এন্ড রোড ইনফ্রাসট্রাকচার চুক্তি বাতিল করে। চীনের ন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড রিফর্ম কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অষ্ট্রেলীয় সরকারের বর্তমান আচরণের ওপর ভিত্তি করে দ্য চায়না অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়ালগ চুক্তিটি প্রত্যাহার করা হয়েছে। খবর বাসসের।
বিবৃতিতে আরো বলা হয়, এই কাঠামোর আওতায় বেইজিং অনির্দিষ্টকালের জন্য চুক্তির সকল কার্যক্রম স্থগিত করবে। গত মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার বেইজিং ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মধ্যে করা বেল্ট এন্ড রোড চুক্তি বাতিল করে। তাছাড়া চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া বলেছে, তারা ডারউইন পোর্টের ওপর চীনা কোম্পানীর ৯৯ বছরের লিজের বিষয়টি পর্যালোচনা করছে এবং তা বাতিলও করা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধজরুরি নয় এমন সরকারি কর্মীদের ভারত ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধঅর্থ আত্মসাতের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী গ্রেপ্তার