অর্থ আত্মসাতের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী গ্রেপ্তার

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগ তদন্তের আওতায় জেরার জন্য অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেপ্তার করেছে কাতার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। সংস্থাটি জনায়, বিভিন্ন নথি ও রিপোর্ট পর্যালোচনা করে দেখার পর আল-এমাদিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রেপ্তারের নির্দেশ দেন কাতারের এটর্নি জেনারেল। এমাদির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তদন্ত চলছে। খবর বিডিনিউজের। আলি শেরিফ আল-এমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কাতারের প্রভাবশালী বিনিয়োগ কর্তৃপক্ষের বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য তিনি। কাতারের ন্যাশনাল ব্যাংকের বোর্ড চেয়ারম্যানও তিনি। তবে এমাদির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তা বলেছেন, অন্যান্য প্রতিষ্ঠানের বোর্ড সদস্য হিসাবে এমাদির ভূমিকার জন্য নয়, বরং সরকারের অর্থমন্ত্রী হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এর তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি স্থগিত করল চীন
পরবর্তী নিবন্ধনাইজারে বন্দুকধারীদের হামলায় ১৫ সৈন্য নিহত