অস্ট্রেলিয়ার যুব দলে বাংলাদেশের আরহাম

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব১৭ এশিয়ান কাপের বাছাইয়ে খেলা আরহাম ইসলাম জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব২০ দলে। জাপানে একটি ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে এই তরুণকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল অস্ট্রেলিয়া। গত বছর কম্বোডিয়াতে হওয়া এএফসি অনূর্ধ্ব১৭ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলেন আরহাম। সেটি ছিল বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে প্রথম কোনো প্রবাসীর খেলার ঘটনা। ওই বাছাইয়ে সাদামাটা ছিল বাংলাদেশ। চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল দল। চার ম্যাচের সবগুলো জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান। কম্বোডিয়াতে খেলার পর বাংলাদেশের হয়ে আর কোনো বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার সুযোগ মেলেনি আরহামের। ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলে খেলা এই ফরোয়ার্ড এবার পেলেন অস্ট্রেলিয়ার যুব দলে খেলার সুযোগ, তাতে তার বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেল আরও।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিগত সুবিধা নিয়ে ডিজাইন স্টুডিও’র উদ্বোধন
পরবর্তী নিবন্ধতামিমের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা