অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ৭ দিনের লকডাউন

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে করোনাভাইরাসের অতি সংক্রামক একটি ধরনের প্রাদুর্ভাব মোকাবেলায় সাত দিনের লকডাউন জারি করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সেখানে লকডাউন শুরু হতে যাচ্ছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে এখন পর্যন্ত ২৬ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির অতি সংক্রামক একটি ধরনের উপস্থিতি পেয়েছে কর্তৃপক্ষ; লোকজন ভাইরাসটির সংস্পর্শে আসতে পারে এমন দেড়শটি স্থানও চিহ্নিত করেছে তারা। নতুন এ প্রাদুর্ভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ অনেককে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কথাও মনে করিয়ে দিচ্ছে, যা গত বছর রাজ্যটিকে কাঁপিয়ে দিয়েছিল। খবর বিডিনিউজের।
লকডাউনের কারণে ভিক্টোরিয়া রাজ্যের বাসিন্দারা আগামী সাত দিন জরুরি প্রয়োজনীয় কাজ, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা, শরীরচর্চা, কেয়ারগিভিং বা করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না বলে এক নির্দেশনায় জানানো হয়েছে। সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; যারা বাইরে বের হবেন, তাদের চলাফেরাও বাড়ির আশপাশে সর্বোচ্চ পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। জরুরি কর্মীদের সন্তানরা ছাড়া আর সবার স্কুল এবং উপাসনালয় ও অতি জরুরি নয়, এমন সব ভেন্যু বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ৫.১৭ কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধপুনঃস্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জর্ডান