বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ ছাত্র সমিতি চট্টগ্রামের উদ্যোগে চন্দনাইশ লার্নিং সোসাইটি মিলনায়তনে গত ১৩ অক্টোবর সমিতির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরকল এস. জেড উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী জসিম সিআইপি। সমিতির সহ সভাপতি এ কে এম নাঈম উদ্দিন সায়েমর সঞ্চালনায় এতে মূখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা একেএম জয়নাল আবেদীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্যকর্মী আকাশ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহমদুর রহমান, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, কবি শামসুদ্দিন হেলাল। বক্তব্য রাখেন গাজী ইসলামাবাদী, বরমা ইউপি সদস্য হারুনুর রশিদ, ফজলুল হক জাবেদ, জিয়াউর রহমান, আতিকুল্লাহ খান, সাহেদুল ইসলাম, নোমান উল্লাহ বাহার, বোরহান উদ্দিন গিফারী, আবদুল মন্নান হৃদয়, ইরফান সাদেক শুভ, মো. শওকত ইসলাম, আরিফ উদ্দিন, তৌফিক আলম জেহাদী, সাইফুল আলাম তুষার, আফরোজা সুলতানা বিলকিস, আল শাহারিয়া রাফি, আব্দুর রহমান রবিন, নুরুল আমিন, মো. রফিক, ওয়াহিদ মুরাদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন একজন দেশপ্রেমিক। তাঁর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, অনানুষ্ঠানিকভাবে জ্ঞান দান, বৃটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্বদান।অসাম্প্রদায়িক-মানবিক সমাজ বিনির্মাণের কিংবদন্তী ছিলেন মাওলানা ইসলামাবাদী। কদম মোবারক মুসলিম এতিমখানা তাঁর অন্যতম কীর্তি। চট্টগ্রামের শিক্ষার প্রসারে বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানাভাবে কাজ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।