বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশে শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। তাদেরকে নীতি–নৈতিকতা শিখাতে হবে। আগামীতে আমাদের দেশটি যখন সোনার বাংলা হয়ে গড়ে উঠবে তখন শিশুরা সোনার মানুষ হয়ে দেশকে আলোকিত করবে।
এ জন্য তাদের মতো করে মেধামননে ও সৃজনশীলতায় বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে অভিভাবকসহ প্রত্যেককে আন্তরিক হতে হবে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত বিভাগীয় পর্যায়ে শিশু সংগীত ও নৃত্যদলের প্রযোজনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিশু শিল্পীরা দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সদস্য আহমেদ ইকবাল হায়দার, নাট্যজন সাইফুল আলম বাবু, প্রশিক্ষক ইয়াছমিন আলী ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ। প্রেস বিজ্ঞপ্তি।