ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাকশনের (উৎস) উদ্যোগে দাতা সংস্থা ডিয়াকোনিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত হল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। হিউম্যানিটি এন্ড ইকুয়ালিটি টু একসিলারেট রাইটস থ্রো থেরাপিউটিক থিয়েটার (হার্ট) প্রকল্পের আওতায় আয়োজিত উৎস কার্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় নগরীর ৯, ১০ ও ১৩ নং ওয়ার্ডের ৩টি বিদ্যালয় অংশগ্রহণ করে। ‘সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়বোই’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ২টি প্রাথমিক পর্ব ও ১টি চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ফিরোজ শাহ্ সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়, নতুন মনসুরাবাদ মোস্তফা-হাকিম হাই স্কুল ও হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। ‘পারিবারিক ও সামাজিক শিক্ষাই পারে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে’ ‘সহনশীলতা ও সহিষ্ণুতা বৃদ্ধিই সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবে’ ‘সম্প্রীতির বাংলাদেশ গড়তে পাঠ্যপুস্তকে অসাম্প্রদায়িক চেতনার বিষয়বস্তুর অন্তর্ভূক্তির বিকল্প নেই’ বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ১ম রানার আপ ফিরোজ শাহ্ সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ২য় রানারআপ হয় নতুন মনসুরাবাদ মোস্তফা-হাকিম হাই স্কুল। উৎস’র প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ শাহ্ আলমে সঞ্চালনায় পুরস্কার বিতরণ পর্বে অতিথি ছিলেন লেখক আহম্মদ কবীর, শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মোহাম্মদ আল আমিন, নাহিদা কুলসুম, মোহাম্মদ আনোয়ার হোসেন ও রীপা পালিত। প্রতিযোগিতার বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সাদিয়া আফরিন ও মোহাম্মদ ফজলে রাব্বি। উপস্থিত ছিলেন সুমন সরকার, রেশমা আকতার ও মো. সুলতান। প্রেস বিজ্ঞপ্তি।