অসহায় মায়ের আর্তিতে সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হচ্ছে প্রতিবন্ধী মেয়ের

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ফারজানা আক্তার (১২)। বুদ্ধি প্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করেন। জন্মের আগে মারা যায় বাবা। দুঃখ কষ্টে মেয়েকে লালন পালন করে আসছিলেন মা। এরমধ্যে মায়ের দ্বিতীয় বিয়ে হয়। সঠিক পরিচর্যাও কমে আসে। সুযোগ পেলেই ঘর থেকে বের হয়ে এদিক সেদিক চলে যায়। এদিকে কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না মা লিলি আক্তার। একপর্যায়ে থানায় শরণাপন্ন হতে হয়। সাধারণ ডায়েরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আবেদন করেন। পুলিশও বিষয়টিকে গুরুত্বের সাথে নেন এবং কাজ শুরু করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার পুলিশ ফারজানা আক্তারকে চট্টগ্রামের আদালতে সোপর্দ করেন। মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত বিষয়টি অনুধাবনও করেন। একপর্যায়ে তাকে গাজীপুরের পুবাইলে থাকা সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর লিলি আক্তার ডবলমুরিং থানায় হাজির হয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের নিরাপদ আশ্রয়ের জন্য আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, স্বামী মারা যাওযার পর সে দ্বিতীয় বিয়ে করে। যার কারণে মেয়ের সঠিক পরিচর্যা করতে পারছে না। সেভাবে মেয়েকে আটকিয়েও রাখতে পারছে না। প্রয়োজনীয় চিকিৎসা করেও ভালো করা যাচ্ছে না। চিকিৎসকরা সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেয়।
লিলি আক্তার জানান, তারা নোয়াখালীর সুধারাম থানা এলাকার বাসিন্দা। নগরীর হালিশহর ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় বর্তমানে বসবাস করছেন। মানুষের বাসায় কাজ করে করে মেয়েকে এতোদিন লালন করেছেন। তিনি বলেন, মেয়েকে আটকে রাখা যায় না। সুযোগ পেলেই এদিক সেদিক চলে যায়। মাঝে মাঝে খুব ভয় হতো। কি না কি হয়ে যায়! তবুও মেয়েকে ছাড়তে ইচ্ছা করছিল না। কোনো উপায় খুঁজে না পেয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডবলমুরিং থানার এসআই শাহানা আক্তার আজাদীকে বলেন, মায়ের আবেদনের প্রেক্ষিতে ফারজানা আক্তারকে কোর্টে সোপর্দ করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে আদেশ চাওয়া হয়। একপর্যায়ে আদালত আবেদন গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধদুই কনস্টেবলের জামিন না মঞ্জুর
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত জাপা মহাসচিব বাবলু