অসহায়দের মুখে হাসি ফোটাতে ঐক্যবদ্ধ চেষ্টার প্রয়োজন

বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

দুর্বার প্রজন্ম ক্লাব : লকডাউনে কর্মহীন, দিনমজুর ও নিম্মবিত্তদের জন্য ‘ফ্রি মুদি বাজার’ চালু হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ৩০টি নিত্য প্রয়োজণীয় পণ্যভর্তি ভ্যানে এসব সামগ্রী দিনমজুরদের মাঝে তুলে দেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মহানগরীর শুলকবহরের বিভিন্ন সড়কে নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্বার প্রজন্ম ক্লাবের ব্যবস্থাপনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নির্দেশনায় সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপুর উদ্যোগে গত ১৪ এপ্রিল থেকে পণ্যভর্তি ভ্যানে প্রতিদিন ৪টা পর্যন্ত পণ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত ‘ফ্রি মুদি বাজার’ থেকে যে কেউ চাইলে বিনামূল্যে পাঁচ কেজি পণ্য নিয়ে যেতে পারবে। পণ্য বিতরণকালে ফ্রি মুদি বাজারের উদ্যোক্তা তোসাদ্দেক নুর চৌধুরী তপু বলেন, শিক্ষা উপমন্ত্রীর নির্দেশনায় এই বাজার চালু করা হয়েছে।
মীরসরাই উপজেলা : মীরসরাই প্রতিনিধি জানান, অসহায় দরিদ্র ১৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় ১৬শ পরিবারের মাঝে ১টি করে মুরগী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ, আজাদ উদ্দিন, ফেয়ার আহমদ মিন্টু, বেলাল উদ্দিন, শফি আহম্মেদ, ইকবাল হোসেন ভূঁইয়া সহ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতৃবন্দ।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, পবিত্র মাহে রমজানের শুরুতে পরিবারগুলোর মাঝে হাসি ফোটাতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা।
পশ্চিম গুজরা : রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে দুস্থ পরিবারে ভিজিডি প্রকল্পের চাল বিতরণ শুরু হয়েছে। গত রোববার থেকে এই চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল মালেক, মোস্তাফিজুর রহমান মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রাশেদ, অজিত বিশ্বাস, সাফায়েত হোসেন তৌহিদ প্রমুখ।
ফটিকছড়ির হারুয়ালছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৪ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় মো. দিদারুল আলম চৌধুরী, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, লোকমান হোসেন চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী, শফিউল আজম চৌধুরী, ডক্টর রিজওয়ান সাদিক চৌধুরী, আরিফ সাদিক চৌধুরী, আপু চৌধুরী, মাইনু, ইউপি মেম্বার শাহ জাহান, দিদার, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, রমজানের শুরুতেই প্রতিবছরের মতো ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বাধীন মঞ্চ। সংগঠনের পক্ষ থেওেক গত বুধবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে ইফতার সামগ্রী। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এই ইফতার সামগ্রী দিয়ে কয়েকটি দিন নির্বিঘ্নে ইফতার করতে পারবেন ১১৫টি পরিবার। ইফতার সামগ্রীতে ছিল ৪ কেজি ছোলা, ২ লিটার তেল, ৪ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ কেজি সেমাই ও আধাকেজি খেজুর।
স্বাধীন মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক সৌরভ মাহাবী জানান, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। যা এইবছরও বাস্তবায়ন করা হয়েছে।
ঐকতান : অক্সিজেন এলাকার সমাজ উন্নয়নমূলক সংগঠন ঐকতান দুইশতাধিক অসহায় রোজাদার পরিবার ও ৫ টি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। ঐকতান সেক্রেটারি রাশেদ মোস্তাফিজের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আজিজুর রহমান, সাজ্জাদ সাকিব, সৈয়দ শাহ এরফান, কফিল উদ্দিন, পারভেজ ইসলাম, ডা. মনির আজাদ, শাকিল মাহমুদ, আনিসুর মুন্না প্রমুখ।
সাতকানিয়ার সোনাকানিয়া : লকডাউন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গফফার-আমেনা-খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৩ এপ্রিল ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, লবণ, চিনি, তেল, পিয়াজ, ছোলা, সেমাই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্‌বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল গফফার চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও মোহাম্মদ ওমর চৌধুরীসহ অতিথিবৃন্দ।
চকবাজার ওয়ার্ড : অসহায় ও গরিব মানুষের কথা চিন্তা করে স্থানীয়দের মাঝে ডোর টু ডোর ইফতারসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ।
এ সময় মানুষকে সচেতন করতে বিতরণ করা হয়েছে করোনার সতর্কীকরণ নির্দেশনাবলী লিফলেটও। মঙ্গলবার চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দার মাঝে এসব খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
ডোর টু ডোর পৌঁছে দেওয়া ৩০০ ইফতারসামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ছোলা, চিনি, চিড়া, তেল, সেমাই ও ডাল। এছাড়া প্যাকেটে দেওয়া হয়েছে দুটি করে মাস্কও।
সীতাকুণ্ড এমপি দিদার : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ডে বিভিন্ন মসজিদের ঈমাম মুয়াজ্জিনদের মাহে রমজানের শুকনা ইফতার ও সেহেরি সামগ্রী এবং ঈদ উপলক্ষে পাঞ্জাবি উপহার দিয়েছেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, আওয়ামী লীগ নেতা হাসেম ভুঁইয়া, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, নিজাম উদ্দীন, সাইদুল ইসলাম, জুলফিকার আলি শামিম, দিদারুল আলম এ্যাপোলো, শিহাবউদ্দিন প্রমুখ।
সদরঘাট থানা স্বেচ্ছাসেবক লীগ : সদরঘাট থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফরের ব্যক্তিগত অর্থায়নে ও সদরঘাট থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতায় গতকাল বাংলাবাজার ইউসেপ স্কুলে গরীব-দুঃস্থদের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফর, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হারুন, মো. আব্দুল হালিম, ইসকান্দার আলী, রাসেল, কাইছার আলী, রুবেল খান, উজ্জল চৌধুরী, মতিউর রহমান মুন্না প্রমুখ।
সাতকানিয়া-লোহাগাড়া : সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ত্রাণ তহবিল থেকে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় পৌরসভাসহ সাতকানিয়ার ১১ ইউনিয়ন, লোহাগাড়ার ৯নং ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন, হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ, সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নার্স-কর্মচারী, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, আলেম-ওলামা, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-কর্মচারী ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রতিবছরের ন্যায় চলতি রমজানেও ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম নিয়মিত তদারকি করছেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ১৪ ও ১৫ এপ্রিল মাদার্শা বাবুনগর, ছদাহা, লোহাগাড়া সদর, বড়হাতিয়া এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বহদ্দারহাট ক্ষুদ্র একতা ফল ব্যবসায়ী সমিতি : শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেছেন বহদ্দারহাট ক্ষুদ্র একতা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবলীগ নেতা মহিউদ্দিন মানিক, ইমরান, সাইফুল ইসলাম, ওয়াহিদুল আলম, আনিস, জাহেদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রাকিব, ইমন, জাহেদুল ইসলাম, রুবেল, রিয়দ প্রমুখ।
বারৈয়াঢালা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- বারৈয়াঢালা ইউনিয়ন আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাঈদ মিয়া প্রমুখ।
রেড ক্রিসেন্ট : করোনার ভয়ে মানুষ যখন ঘরবন্দি তখন প্রথম রোজায় রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মানবসেবী স্বেচ্ছাসেবকরা ইফতার হাতে নিয়ে ছুটে গেছে অসহায় নিম্নবিত্ত মানুষের কাছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভাসমান লোকজন, এতিমদের মাঝে ইফতার ও সেহরী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা, জামালখান এলাকার আশপাশে ইফতার বিতরণ করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজী ইফতেকার হোসেন ইমু, তানভীর আহমেদ চৌধুরী মাহিন, দীপ্ত বিশ্বাস, ইস্তাকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯৫টি মসজিদে সুরক্ষা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে মসজিদ কমিটির সভাপতি ও ইমামদের উপস্থিতিতে এ সুরক্ষা ও ইফতার সামগ্রী বিতরণ করেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।
সুরক্ষা ও ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, সাবান, টিক্সল, ব্লিচিং পাউডার। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব নেজামুল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দীন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার কামাল রাজীব, ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম।
এসময় পৌর মেয়র মসজিদের ইমাম ও কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবীর নামাজ আদায় করতে হবে। এছাড়া মসজিদের ভিতরে বাইরে ব্লিচিং পাউডার দিয়ে ধৌতকরণসহ মসজিদে মুসল্লী প্রবেশের সময় টিঙল ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশামসুজ্জামান খান : বিনম্র প্রয়াণলেখ
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে জলদস্যু আটক