অসম্ভবকে সম্ভব করার নেতা ছিলেন শেখ মুজিব

শিশু সমাবেশে ড. আহমেদ মওলা

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মওলা বলেছেন, অসম্ভবকে সম্ভব করার নেতা ছিলেন শেখ মুজিব। শেখ মুজিব শুধু একটি নাম নয় একটি দেশ, একটি জাতি। ড. মওলা আরো বলেন, বঙ্গবন্ধু অনেক গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে সৎ সাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং মানবিকতা এই তিনটি ছিল তাঁর অন্যতম নেতৃত্ব গুণ। যার কারণেই জীবনের ৫৪ বছরের অধিকাংশ সময় কাটাতে হয়েছে কারাগারে আর সহ্য করতে হয়েছে অমানবিক নির্যাতন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝি? মুক্তিযুদ্ধের চেতনা হল সেই চেতনা, যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা থাকবে, অসাম্প্রদায়িক মানসিকতা থাকবে। যা বঙ্গবন্ধু তৈরি করতে পেরেছিলেন। তিনি গত ১৭ মার্চ বিকেলে হালিশহর চুনা ফ্যাক্টরির মোড়ে আমরা ক’জন মুজিবর সেনা হালিশহর থানা শাখা আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি পলাশ নাথের সভাপতিত্বে ও আশরাফুল হক মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের নগর শাখার সভাপতি সরফরাজ নেওয়াজ রবিন। প্রধান বক্তা ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি অহিদুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারা পরিদর্শক আরিফুর রহমান, দৈনিক আজাদীর সহ সম্পাদক জসীম উদ্দীন সিদ্দিকী, সংগঠনের নগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজম। আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো: ইসমাইল, সংগঠনের নগর শাখার সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি সুমন ও মো: রফিকুল ইসলাম রুবেল, সম্পাদক মণ্ডলির সদস্য সাদ্দাম রহমান, কার্যকরী সদস্য আরিফুর রহমান, বিজয় বড়ুয়া, সৈকত চৌধুরী, মিনহাজুল ইসলাম মিশু, মাহমুদুল ইসলাম সাকিব, মোহাম্মদ শাকিল, আবু ওবায়েদ, মোহাম্মদ আলিফ, মোহাম্মদ হামজা, মোহাম্মদ তাসিন, মোহাম্মদ কায়েফ ও আশরাফুর ইসলাম। শিশু সমাবেশ শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. আহমেদ মওলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শীলাবুদ্ধ ও বাইশবুদ্ধের মেলা
পরবর্তী নিবন্ধমুক্ত জলাশয় ও নদী সুরক্ষায় কক্সবাজারে কর্মশালা