রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মানুষকে সতর্ক করে বলেছেন শান্তিপূর্ণ রাউজানে যারা অশান্তি সৃষ্টির পাঁয়তারা করবে তাদের ছাড় দেয়া হবে না। একই সাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যার যার এলাকা নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তাঘাট, নালা নর্দমা,খাল বিলে কোনো ধরনের পলিথিন প্লাষ্টিক দেখতে চাই না।
গতকাল রোববার তিনি হলদিয়া ইউনিয়নে এক মতবিনিময় করতে গিয়ে এই সতর্ক বাণী উচ্চারণ করেন। তিনি ইয়াছিনগর জুবলী স্কুল মাঠের উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাজের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ওসি আবদুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহদুর, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।











