অল্পের জন্য রক্ষা পেল অনেকগুলো জীবন

হঠাৎ বাসে আগুন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা। নগরীর কাস্টমস হাউজ মোড়। ঢাকাগামী অথৈই ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। গাড়ির নীচ দিয়ে ধরা আগুনে ধুয়ার কুন্ডলী উপরে ছড়িয়ে যেতেই গাড়িতে থাকা প্রায় ৪০ জনের মতো যাত্রী হুড়োহুড়ি করে বাস থেকে বেরিয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বন্দর ফায়ার সার্ভিসের দুটো গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি। বেঁচে যায় অনেকগুলো তাজাপ্রাণ।
বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রুবেল হোসেন জানান, ‘সকাল ১০টা ৫০মিনিটে কাস্টমস মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবরে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিট সময় লাগে। এতে কোন হতাহত হয়নি।’ কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্য অতিরিক্ত প্লাটুন কমান্ডার (এপিসি) মোহাম্মদ আলী জানান, ‘বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকাগামী একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এসময় বাসের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়ে। আল্লাহ সহায় ছিল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসটি, অনেকগুলো জীবনও রক্ষা পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়র ও কাউন্সিলর পদে ৭২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
পরবর্তী নিবন্ধকালুরঘাট নিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা প্রতিহত করা হবে :ছাত্রলীগ