বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো “অলিম্পিক ডে রান”। এবারের প্রতিপাদ্য ছিল ‘লেটস মুভ’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. আমিনুর রহমান। বক্তব্য রাখেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পদক নজরুল ইসলাম লেদু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায়, সাবেক জাতীয় এ্যাথলেট স্মরনিকা চাকমা ও সোহেল সরওয়ার। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক প্রবীন কুমার ঘোষ, হারুন–অর–রশীদ, রায়হান উদ্দিন, সাইফুল ইসলাম বাপ্পী, সাইফুল আলম খান, গিয়াস উদ্দিন বাবর, জয়নাল আবেদীন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।