প্রথম দুই ওয়ানডে শেষে ভারত–দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। রাঁচিতে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। কোহলির ১৩৫ রানের উপর ভর করে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৯ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ৩৩২ রানে গুটিয়ে ১৭ রানে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা। রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেন কোহলি। তার সাথে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো শতকের দেখা পান ঋুতুরাজ গায়কোয়াড়। দু’জনের জোড়া সেঞ্চুরি ও অধিনায়ক লোকেশ রাহুলের ঝড়ো ইনিংসে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৮ রান করে ভারত। কোহলি ১০২, গায়কোয়াড় ১০৫ ও রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন। ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইডেন মার্করামের সেঞ্চুরিতে ৪ বল বাকী থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ১১০ রান করে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটের জয়ে বড় অবদান রাখেন মার্করাম। পাশাপাশি ম্যাথু ব্রিটস্কির ৬৮ ও ডেওয়াল্ড ব্রেভিসের ৫৪ রানও প্রোটিয়াদের জয়কে সহজ করেছে।











