সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন- দেশের রপ্তানী আয়ের অন্যতম প্রধান খাত গার্মেন্টস শিল্প। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে এ খাতের শ্রমিকরা নিতান্ত অবহেলিত। তাই নির্বাচিত হলে মহিলা গার্মেন্টস কর্মীদের সুরক্ষা নিশ্চিতকরণে ফ্রি হোস্টেল ও ডর্মেটরি নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করে আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে তাকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।
গতকাল শনিবার সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ পাহাড়তলী থানাস্থ অলংকার, সাগরিকা, এ কে খান গেইট এলাকায় গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম. মহিউল আলম চৌধুরী, শাহেদ আলী, মুহাম্মদ ইলিয়াছ খাঁন ইমু, মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন তাহেরী, মাসুদ করিম চৌধুরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মুহাম্মদ তৌহিদ, মোহাম্মদ দিদারুল আলম, আবুল হাশেম মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাম্মদ সিহাব, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।