অলংকার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২৪) গত ২৪ ডিসেম্বর উতসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট মো. জামাল-মো. হারুনুর রশিদ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে।
নির্বাচনে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন (চেয়ার প্রতীক) ১৮৯ ভোট পেয়ে জয়লাভ করে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহনেওয়াজ খাঁন (হারিকেন) পেয়েছেন ৯৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. হারুনুর রশিদ ১৪৬ ভোট পেয়ে জয়লাভ করে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম জিয়াউদ্দিন পান ১৩০ ভোট। সিনিয়র সহ-সভাপতিপ্রার্থী মো. খালেদুজ্জামান ১৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরের নবী ফরজী পেয়েছেন ১৩৬ ভোট। প্রথম সহ-সভাপতি প্রার্থী মো. শাহাদাত হোসেন ভূঁইয়া বাবুল পেয়েছেন ১৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম ভুঁইয়া পান ১০১ ভোট। দ্বিতীয় সহ-সভাপতি প্রার্থী মো. মাসুদুল ইসলাম ১৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কাসেম ফরাজী পান ১০৫ ভোট। তৃতীয় সহ-সভাপতি প্রার্থী মো. হানিফ ১৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী মো. ইদ্রিস পেয়েছেন ১০৪ ভোট। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ১৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিলন পান ১১৬ ভোট। দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ১৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উত্তম কুমার কর্মকার পান ১০১ ভোট।
অর্থ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ১৭১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল বশর পান ১০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইকবাল ১৫৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন পান ১২৮ ভোট।
এছাড়া দপ্তর সম্পাদক পদে কাউছার মোর্শেদ ১৭৫ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. লোকমান ১৮৩, ধর্মীয় ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাফর ইকবাল ১৬২, ক্রীড়া ও গ্রাহক সেবা সম্পাদক পদে ইব্রাহীম চৌধুরী ১৬১, নির্বাহী সদস্য পদে মো. ইকবাল হোসেন, কাজী রেজাউল হায়াত সবুজ, আব্দুল মোনাফ, নাজিম উদ্দিন ও শম্ভু চন্দ্র রায় যথাক্রমে ১৭৩, ১৭৪, ১৭০, ১৭৩ ও ১৭৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।