অর্ধযুগ আঁধারে কেটেছে

কাজী নাজরিন | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:০০ পূর্বাহ্ণ

হঠাৎ তড়িঘড়ি বিয়ে, মন বিনিময়

মধুর পরশমাখা কতো কতো স্মৃতি পুষে রেখেছি সযতনে।

মধুমাখা দুটো মাসে মান অভিমান হয়েছে,

হয়েছে মনের বেচাকেনা।

ভালবাসার চাদরে মোড়ানো দুটো মাস

চোখের পলকে শেষ হয়ে গেছে।

আনন্দের সাগরে ডুব দিয়ে মাতাল ছিলাম আমরা দুজন।

পায়রা জুটির মতো একসাথে আনন্দে আহলাদে

শখ মিটিয়েছি মনের মাধুরি মিশিয়ে।

এক্কেবারে মনের মতো মানুষকে পেয়ে

নিজেকে রাজরানী ভাবতাম।

হঠাৎ দুমাস ছুটি শেষে পাড়ি জমালে

দূর প্রবাসে উচ্চতর ডিগ্রী লাভ করতে,

বিদায় বেলায় আমাদের কথা হয়নি, হয়নি মুখ ফুটে হাসি,

অস্ফুট বোবা স্বরে দুজন কেঁদেছি,

অঝোরে ঝরেছে দুচোখের লোনাজল।

মাথায় হাত রেখে শ্রুতিমধুর কন্ঠে

শেষ একটা বাক্যালাপ স্মৃতিতে ভাসে,

অপেক্ষায় থেকো!!

সেই অপেক্ষায় থেকেছি অর্ধযুগ,

রাতের পর রাত বিনিদ্র করেছি যাপন।

কেটেছে বাঁধভাঙা যৌবনের ভাগ্য পরীক্ষা,

একটুও বিচলিত হইনি,

নিজেকে বদলাইনি,কতো ঘাত প্রতিঘাত

পার করেছি শুধু তারই জন্যে,,

অর্ধযুগ পর আমার ভুবনের জ্যোতি

আমার কাছে ফিরে এসেছে।

দূর হয়েছে মনের সব বিষাদ!

পূর্ববর্তী নিবন্ধজীবন ফুরিয়ে গেলে আমায় দেখে যেও বন্ধু
পরবর্তী নিবন্ধকল্পনার রাজ্যে