বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর পর্যন্ত ভোটাধিকার বঞ্চিত জনগণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণের জন্য উন্মুখ হয়ে আছেন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করে ফ্যাসিবাদী কায়েদায় নির্বাচন হলে দেশের জনগণ তা মেনে নিবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার সম্পন্ন ও বিচার দৃশ্যমান করতে হবে।
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী কর্মপরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের দেওয়ান বাজারস্থ কার্যালয়ে মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোছাইন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ফখরে জাহান সিরাজী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম প্রমুখ।
মাওলানা শাহজাহান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।
নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন সন্ত্রাস–চাঁদাবাজি বন্ধ করে আইন–শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী দেশে খুন, সন্ত্রাস, চাঁদাবাজির মাধ্যমে সরকারের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। সমপ্রতি চট্টগ্রাম, কুমিল্লা ও লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ন্যক্কারজনক ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। জনগণকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।