গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল তথা বঙ্গবন্ধু শিল্পনগরের সাথে বন্দর ও ঢাকা চট্টগ্রামের পাশাপাশি মীরসরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কানেকটিভিটি করা হবে। যাতে ব্যবসায়িক কাজে মানুষ অর্থনৈতিক অঞ্চলে আসবে এবং কাজ সেরে যে যার গন্তব্যেও যেন দ্রুত যেতে পারে। অর্থনৈতিক জোনের সাথে কোনো এলাকা ভাঙ্গাচোরা বা সংকীর্ণ রাস্তায়ও কানেকটিভিটি থাকবে না। সকল রাস্তা ৪০ ফুটে রূপান্তরের ঘোষণাও দেন তিনি। অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে কর্মচাঞ্চল্য শেষে এখানকার মানুষ যেন নিরিবিলি ঘুমাতে ও অবকাশ কাটাতে পারে সেজন্য পাহাড়ি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে। গতকাল সোমবার মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের ইছাখালীতে ৮১ মিটার গার্ডার সেতু উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই এলাকার কোনো কৃষি জমি যেন দালালদের খপ্পরে পড়ে বিক্রি না করে সেদিকে সজাগ থাকতে হবে। আমাদের যেমন শিল্পের প্রয়োজন আছে তেমনি সোনার ফসলেরও প্রয়োজন আছে নইলে আমরা খাব কি ? তিনি বলেন, এই অর্থনৈতিক অঞ্চল যেন পরিবেশের প্রতিবন্ধকতা করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আবার এলাকার মানুষের কর্মসংস্থান না হলে গণ আন্দোলনের সাথেও তিনি থাকবেন বলে ঘোষণা দেন। এলজিইডির বাস্তবায়নে ৪ কোটি ২ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে কয়েকটি ইউনিয়ন এবং অর্থনৈতিক জোনের কানেকটিভিটির ঐ সেতু উদ্বোধন শেষে দোয়া মোনাজাত শেষে এসব কথা বলেন।
পার্শ্ববর্তী মাঠে ৬ নং ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে সেক্রেটারী মেজবাহ উল আলমের সঞ্চালনায় সূধি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, এমপি পুত্র উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। উপস্থিত ছিলেন, দারইউস রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ার হাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মাস্টার রেজাউল করিম, রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, জাহাঙ্গীর হোসেন, মফিজ সারেং, অ্যাডভোকেট আবুল কাশেম, সামছুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমুখ।