অর্থনৈতিক উন্নয়ন প্রসংগে

| শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:২১ অপরাহ্ণ

এশিয়ার টাইগারে পরিণত হওয়ার সম্ভাবনার সব উপাদান এখানে বিদ্যমান। তবে সম্ভাবনা থাকলেই তো হবে না। সম্ভাবনাকে সঠিক উদ্যোগের মাধ্যমে কাজে লাগাতে হবে। কোশ্চেন হচ্ছে আমরা এ সম্ভাবনাকে কতটা বাস্তবে রূপ দিতে পারছি? বাণিজ্যে বসতি লক্ষ্মী বলে যে কথা আছে, তা বাস্তবায়ন করা যাচ্ছে কিনা? এসব প্রশ্নের উত্তরে বলা যায় নানা সমস্যার কারণে অফুরন্ত বনসাই বৃক্ষ হয়ে রয়েছে। তা বড় করা যাচ্ছে না। একথা সবাই জানেন, অর্থনীতির প্রধান স্তম্ভ ব্যবসা বাণিজ্য। ক্ষুদ্র ও মাঝারি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানা স্থাপন এবং তা গতিশীল থাকার মধ্যেই অর্থনীতির উন্নতি নিহিত। দুঃখের বিষয় হচ্ছে, এ খাতটি দীর্ঘদিন ধরে ধুঁকছে। প্রতিষ্ঠিত অনেক শিল্প কারখানার উৎপাদন স্থবির হয়ে পড়ছে। অনেক শিল্পোদ্যোক্তা ব্যবসা-বাণিজ্য এবং কলকারখানা স্থাপন করে বসে আছেন। অনেক পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আবার পুরানো শিল্প কারখানার উৎপাদন সক্ষমতাও কমেছে। সরকার কি অর্থনীতির অন্যতম মূল স্তম্ভ শিল্প কারখানার স্থবিরতা এ চিত্র জানে না? নিশ্চয়ই জানে। জেনেও তা এড়িয়ে অর্থনীতির উন্নতির কথা বলা কতটা সমীচীন?

– নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি
বহদ্দারহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরশীদ আল ফারুকী : মানবমুক্তির স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধধূমপান মুক্ত জীবন হোক অঙ্গীকার