অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে নারী : কামরুন মালেক

ক্রিয়েটিভ হাউজের ১২ বছর পূর্তি ও নতুন অফিস উদ্বোধন

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

ক্রিয়েটিভ হাউজ ইভেন্ট ম্যানেজম্যান্ট হাউজের ১২ বছর পূর্তি এবং নতুন অফিস উদ্বোধন গতকাল শুক্রবার পাঁচলাইশস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার সাবেক গভর্নর কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোরশেদ আলম, শেঠ প্রপার্টিজের চেয়ারম্যান সোলায়মান আলম শেঠ, ক্রিয়েটিভ হাউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ মুরাদ চৌধুরী, চেয়ারম্যান সাজেদুল আলম চৌধুরী মিল্টন, মেকআপ-সেকআপের ওনার জুহি চৌধুরী, বিউটি বাফেটের ওনার ইসরাত ইভা। সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ হাউজ ইভেন্ট ম্যানেজম্যান্টের ম্যানেজিং ডাইরেক্টর তানজিলা আক্তার। প্রধান অতিথি বলেন, নারীরা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তারা এখন শুধু বুটিক শিল্প, হস্তশিল্প এসব ক্ষুদ্র ব্যবসায় সীমাবদ্ধ নয়, তারা বড় বড় ইভেন্টে এবং পার্লার ব্যবসা নিয়ে কাজ করছে এবং সফলতা অর্জন করছে। অর্থনৈতিক উন্নয়নে নারীরা অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, ইভেন্ট ম্যানেজম্যান্ট এখন অনেক বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। তিনি ক্রিয়েটিভ হাউজের সফলতা কামনা করেন।
প্রধান অতিথি কেক ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অতিথিদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানের নিউজ পার্টনার ছিল-দৈনিক আজাদী, সি-প্লাস টিভি, চট্টলা টিভি, ফটোগ্রাফি পার্টনার, রিফ্লেকশান ফ্লিম এবং ফটোগ্রাফি, ড্রিম ওয়েভার, সামি ইসলাম-জারা’স কিচেন, নুসরাত জাহান-ডালাকুলা বাই নুসরাত। শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার লাভ করেন ক্রিয়েটিভের এক্সিকিউটিভ অনন্ত বড়ুয়া ও সাজিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতেলের দাম এক লাফে ২৩% বাড়ানো গ্রহণযোগ্য নয়
পরবর্তী নিবন্ধসাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল