অর্ডার সংকটের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেয়া যায় না

আজাদী প্রতিবেদন

সৈয়দ নজরুল ইসলাম | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পুরো বিশ্বে গ্যাসের দাম বাড়ছে। তাই আমাদের দেশেও এর প্রভাব পড়বে এটি প্রত্যাশিত। তবে এভাবে শিল্প খাতে দাম বৃদ্ধি কখনো প্রত্যাশিত হতে পারে না। গ্যাসের দাম বাড়ার কারণে এখন উৎপাদন খরচের সাথে বিক্রিমূল্যের বড়সড় তফাত দেখা দিবে। এমনিতে পোশাক শিল্পের বাজার এখন খারাপের দিকে। ক্রেতারা আগের মতো অর্ডার দিচ্ছে না।

অর্ডার সংকটের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা বান্ধব একজন প্রধানমন্ত্রী, আমরা আশা করবো, প্রধানমন্ত্রী উৎপাদনের খরচের সাথে সামঞ্জস্য রেখে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি সমন্বয়ের নির্দেশনা দিবেন।

এমনিতে করোনা পর পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। শ্রমিকদের বেতনভাতা বাড়াতে হয়েছে। একদিকে শ্রমিকদের বেতনভাতার চাপ অপরদিকে কারখানার উৎপাদন খরচ বৃদ্ধি, সবমিলিয়ে শিল্প মালিকরা আরেক দফা বেকায়দায় পড়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে ৭ হাজার ট্রাক সার গায়েব
পরবর্তী নিবন্ধদাম বৃদ্ধির প্রভাব পরোক্ষভাবে ভোক্তাদের ওপর পড়বে