চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অরবিসের বাস্তবায়নে জন্মগত অন্ধ শিশুদের সুচার রিমোভ ও অস্ত্রোপচারের পর রঙিন পৃথিবীর আলোয় আলোকিত হলো তাদের জীবন। চট্টগ্রাম চক্ষু হাসপাতালে দুই দফায় ১৭ জন রোহিঙ্গা ও কঙবাজারের স্থানীয় শিশুর সফল অস্ত্রোপচারের পর গতকাল বৃহস্পতিবার চোখের বাঁধন খুললে এসব শিশুরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পায়। পাশাপাশি ওষধসহ যাবতীয় সেবা প্রদান করা হয়। অস্ত্রোপচার করেন ডা.নাসিমুল গনি চৌধুরী। তত্ত্বাবধানে ছিলেন, কঙবাজার বায়তুশ শরফ হাসপাতালের ম্যানেজার (প্রোগাম এন্ড অপারেশন) শহীদ উদ্দিন মাহমুদ, এম.আই.এস এম.এইচ,এম অহিদুর রহমান, ফিল্ড ফেসিলিটেটর জামিল উদ্দিন বাপ্পী, অপটোমেট্টি আবদুল আউয়াল শাহ্ ।আই কেয়ার সার্ভিসেস ফর দা চিলড্রেন অব উখিয়া এন্ড টেকনাফ ইন কঙবাজার ডিস্ট্রিক, আন্দ্রেরী হেলফীর সহায়তায় অরবিস ইন্টারন্যাশনালের বাস্তবায়নে অস্ত্রোপচারে টেকনিক্যাল সার্পোট দিচ্ছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। প্রেস বিজ্ঞপ্তি।












