থমকে গেছে
কোটি কোটি প্রাণ আজ, কোণঠাসা
মুক্ত মনের ছন্দ।
বিশ্বে যে আজ
অদ্ভুত দুর্যোগে!
হচ্ছে বিপর্যস্ত।
তিলেতিলে গড়া
সোনার খনি, আজ অভিশপ্ত।
পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর
বুকের ভেতর জমছে,
প্রিয়মুখ হারানোর কষ্ট।
জীবন সে তো,
পদ্ম পাতার জলের মতো!
বাড়ছে শুধু ক্ষত
বাঁচাও বাঁচাও চিৎকার!
ঈশ্বর তুমি,
বসে বসে শুনছো?
আর কতো আর কতো,
দুঃখ শেষে ফুটবে বলো
নতুন প্রভাতের আলো?