খাতুনগঞ্জে অভিযানের পর সোনা মিয়া মার্কেটে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এর আগেই ব্যবসায়ীরা শাটার বন্ধ করে পালিয়ে যায়। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এসময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, ব্যবসায়ীরা কেন এ কাজ করেছেন বুঝতে পারিনি। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান আজাদীকে বলেন, আমরা খাতুনগঞ্জের পর সোনা মিয়া মার্কেটের দিকে যাই। কিন্তু ব্যবসায়ীরা শাটার ফেলে পালিয়ে যায়। উল্লেখ্য, খাতুনগঞ্জ এলাকায় গতকাল পরিচালিত অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বেশি দামে তেল বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে উক্ত জরিমানা করা হয়।