অভিমান

জোহরা রুবী | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

ভেসে যাও ছাইরঙা মেঘ হয়ে কখনো আবির রাঙা গোধূলি
দূরের পাখিটাকে ডাকো আবার কখনো অদেখা অতলে
শান্ত কালবৈশাখী, দুর্দান্ত এলোমেলো
বুনো কলমীর মতো অবাধ বেড়ে ওঠা অভিমান
কখনো ছুঁয়ে দাও জল কখনও তপ্ত রোদ
আবার কখনো শিশিরে স্নান, কখনো কুয়াশার কোলে দীর্ঘ নিদ্রা
তিলতিল করে বেড়ে যাওয়া হৃদয়ের ক্ষত
কখনো রোদের ঝর্ণাধারায় পুড়িয়ে মারো জীবন্ত স্বপ্নগুলো
শব্দহীন রাতের ঘরে নিঃসঙ্গতার ছায়া ফেলো
কখনো চোখের কার্নিশ বেয়ে উষ্ণ জলের ধারায় ভাসতে থাকো
কখনো উড়ে যাওয়া পাখির ঝরা পালকের খুশবুতে ভাসো
কখনো কখনো কবিতার আঁচলে মুখ গুঁজে লুকোনো হাসিটা ঢাকো
অনুরাগ জমিয়ে চাতক পাখির মত ঝুম বৃষ্টির আশা রাখো
গাঢ় অভিমানে ঘুম পাড়িয়ে দাও চাঁদ জোছনা ফুল পাখি
বাতাস আটকে দিয়ে বিন্যস্ত আলোটার দেহ বিষাক্ত করে তোল,
আবার কখনো দীর্ঘশ্বাস ছড়িয়ে ছিটিয়ে
বকধার্মিক পেশায় নিমজ্জিত থাকো
কালের গর্ভে মোহ মায়া সব হারিয়ে ফেলে,
বিলাসী একাকিত্বে নিমগ্ন হয়ে তুমুল দগ্ধতার বেড়ি পরে
কোন আশ্বাসে! কেমন আশ্রয়ে!
অবেলায় হাঁকডাক ছেড়ে উঠে আসো!

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা তুমি ৫০ বছর
পরবর্তী নিবন্ধকেন যে এমন হয়!