স্বাধীন দেশের প্রথম কাগজ হলো আজাদী
শতেক বছর পূর্ণ করুক সে আশাবাদী।
প্রাণপ্রিয় এই পত্রিকাখানি আজো শীর্ষে
শৌর্যবীর্যে দাঁড়িয়ে এখনো এক বীর সে।
দেশের খবরে দশের খবরে থাকে রাঙানো
তন্দ্রা বিলাসী সব মানুষের ঘুম ভাঙানো।
জন্মদিনের অভিনন্দন আজ জানাই
গর্বের সাথে সুর স্বরলিপি তাই বানাই।
শিল্পের সাথে কর্মের মাঝে যারা ব্যস্ত
শুভেচ্ছা আর শুভকামনায় রাখি ন্যস্ত।