অবৈধ পথে গাড়ির যন্ত্রাংশ এনে বিক্রির জন্য মজুদ

মাটিরাঙায় ৬ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ জব্দ, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে মাটিরাঙা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসময় দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ। তারা হল মো. বিল্লাল হোসেন ও মো. শাহ আলম।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এনে বাজারজাত করার জন্য মাটিরাঙার গাজীনগর এলাকায় মজুদ করা হয়েছিল ওসব গাড়ির যন্ত্রাংশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেগুলো উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। উদ্ধারকৃত গাড়ির যন্ত্রাংশের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু