খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে মাটিরাঙা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসময় দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ। তারা হল মো. বিল্লাল হোসেন ও মো. শাহ আলম।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এনে বাজারজাত করার জন্য মাটিরাঙার গাজীনগর এলাকায় মজুদ করা হয়েছিল ওসব গাড়ির যন্ত্রাংশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেগুলো উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। উদ্ধারকৃত গাড়ির যন্ত্রাংশের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা বলে জানান তিনি।