অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে গড়ে উঠেছে অর্র্ধডজনের অধিক ইটভাটা। আর এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ। কাটা হচ্ছে মাটি। আবার তাও পাহাড় এবং জমি থেকে। এছাড়া ব্যবহার হচ্ছে টিনের চিমনি। এখানে উড়ছে কালো ধোঁয়া ও অস্বাভাবিক ধূলোবালি। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। কমছে কৃষি জমি। উদ্বিগ্ন সাধারণ মানুষ। কোন অনুমোদন নেই এসব ইটভাটার, আছে শুধু প্রভাব। তবে বান্দরবান পরিবেশ অধিদপ্তর নীরব ভূমিকা করছে বলে অভিযোগ উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধভাসানচরের পথে আরো দুই হাজার রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধশঙ্কার রাতের পর ফের মিছিলে লাখো মানুষ