অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার আইন পাস হতে যাচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্টে। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই বিলের প্রস্তাব করেছিলেন, বিরোধী দলগুলোর আপত্তির মুখে পাঁচ মাস ধরে ঝুলে থাকার পর গতকাল রাতে এটি পাস হয়েছে। এখন শুধু আইনে পরিণত করার অপেক্ষা। অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে ২৭২ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় পাঁচ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। খবর বাংলানিউজের।

এই পরিকল্পনার বাস্তবয়নযোগ্যতা, খরচ এবং মানবাধিকার ইস্যুতে আইনটির বিরোধিতা করে আসছিল বিরোধীদল ও মানবাধিকার সংগঠন গুলো। এ নিয়ে অনেক দিন ধরে পার্লামেন্টে তর্কবিতর্ক চলার পর গতকাল (২৩ এপ্রিল) রাতে বিরোধী দলের আইনপ্রণেতারা তাদের আপত্তি প্রত্যাহার করে নেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৬৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এশিয়া : ডব্লিউএমও