ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়। গতকাল শনিবার উপজেলার ভুজপুর ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











