অবিলম্বে নিয়মিত আদালত চালুর দাবি

আইনজীবী সমিতির সমাবেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে নিয়মিত আদালত চালুর দাবিতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি চন্দন দাশ, মো. কফিল উদ্দিন চৌধুরী, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এ এস এম বদরুল আনোয়ার, সৈয়দ মোক্তার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, মো. আবদুর রশীদ, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আইয়ুব খান, সিনিয়র আইনজীবী আবদুস সাত্তার, সামশুল আলম, সেকান্দর বাদশা, এম এ নাসের চৌধুরী, নাজমুল হক, আবদুস সাত্তার সরোয়ার, রফিকুল আলম, হাসান আলী চৌধুরী, মুহাম্মদ কবির হোসাইন, তরিক আহমদ, শাহাদৎ হোসেন, আবুল হোসেন সাহাবুদ্দিন।
বক্তারা বলেন, চট্টগ্রামসহ সারাদেশে লকডাউন থাকলেও সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। শুধু বন্ধ রয়েছে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম। চালু থাকে ‘ভার্চুয়্যাল কোর্ট’। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।দেশের প্রায় ৫০ হাজার আইনজীবী পরিবার পরিজন নিয়ে কঠিন সময় অতিক্রম করছেন। একইসাথে আর্থিক সংকটে পড়েছেন অ্যাডভোকেটস ক্লার্ক, টাইপিস্টসহ অন্যান্যরা। তাই স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে নিয়মিত আদালত চালু করা প্রয়োজন। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল আল মামুন, এস.এম. অহিদুল্লাহ, মো. নজরুল ইসলাম, মো. মনজুরুল আজম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধকরোনা কাহিনি