অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো শিখিয়েছে নিষ্ঠা ফাউন্ডেশন

চেক ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। তদুপরি এই করোনাকালে নিষ্ঠা ফাউন্ডেশন গরীব ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোটা শিখিয়েছে। করোনায় চরম বিপর্যয়ের ওই সময়ে নিষ্ঠার স্বেচ্ছাসেবকরা জীবনবাজি রেখে রোগীদের সেবা ও দাফন-কাফনের কাজ করেছেন, তা অবিস্মরণীয়। নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় অসুস্থদের অনুদানের চেক ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক শফিউল আলম। স্বাগত বক্তব রাখেন নিষ্ঠা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। সংগঠক মুহাম্মদ কফিল উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এম এ সবুর, সংগঠনের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে খোরশেদ আলম সুজন বলেন, আমি মনে করি, আল্লাহ মানবজাতিকে সংশোধনের জন্য এই মহামারি দিয়েছেন। তবে কেন জানি মনে হয়, করোনাও মানুষকে বদলাতে পারেনি, মানুষের মধ্যে পরিবর্তনটা আসেনি। ফলে মানুষ এখনও দুর্নীতি-অনিয়ম অব্যাহত রেখেছে। যা খুবই দুঃখজনক। স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নিষ্ঠা ফাউন্ডেশন কাফন-দাফন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, খাদ্য সামগ্রি বিতরণ ও সচেতনতা সৃষ্টিসহ মানবকল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রতিনিধি হিসেবে স্বপ্ন দেখাতে ও দেখতে হবে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ভূমিহীনদের গৃহনির্মাণ কাজ পরিদর্শন