অবহেলা সম্পর্ক নষ্ট করে

আয়েশা সিদ্দিকা হ্যাপি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

হাজারটা সম্পর্ক ভেঙে দিতে একটা মাত্র কারণ যথেষ্ট সেটা হচ্ছে অবহেলা। আমরা প্রতিনিয়ত কাউকে না কাউকে অবহেলা করে থাকি। হতে পারে নিজের অজান্তে না হয় ইচ্ছে করে বিরক্ত হয়ে। কারণ আমাদের মনে হয় সবাই এক রকম শুধু শুধু কারণে অকারণে বিরক্ত করবে। তাদের দ্বারা আমাদের কোনো লাভ হবে না। তাদের সময় দেয়া আমাদের কী দরকার? তার থেকে বরং অবহেলা করলে দুই দিন পর এমনিতে সরে যাব। কিন্তু আমরা কখনো এটা ভেবে দেখি তারা যে আমাদের বিরক্ত করে, তার তো একটা কারণ থাকতেই পারে। হতে পারে তাদের কিছু জানার আছে আমাদের থেকে। কিছু শিখতে চাই, নতুন কিছু করতে চাই, যা আমরা জানি বলে তাদের মনে হয়। এটাও তো হতে পারে আমাদের একটা উপকারের জন্য তার জীবনটা বদলাতে পারে। আমরা তো অনেক সময় হেসে খেলে কারণ অকারণে নষ্ট করি। সেখান থেকে একটু করে হলেও সময় কি দেওয়া যায় না তাদের অবহেলা না করে। একটু কি পারি না সাহায্যে হাতটা বাড়িয়ে দিতে তাদের কাছে যতটুকু সময় পারি। দিনে যদি কম পক্ষে একজন মানুষকে হলেও আমরা উপকার করি। মাস শেষে ত্রিশ জনের উপকার এমনিতেই হয়ে যায়। হয়ে যায় বন্ধুর মতো বন্ধু। যদি আমরা তা করি তাহলে দিন শেষে হয়তো বা হাজারটা ফুল নয়, একটা ফুল সুন্দর করে ফুটতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই
পরবর্তী নিবন্ধরাঙামাটির হ্যাপি আইল্যান্ডে একদিন