অবস্থা বুঝে ব্যবস্থা

মোহাম্মদ তারেক | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বৃষ্টির সময় রিকশাওয়ালা সিএনজি ওয়ালা চোখ থাকতে মুখ থাকতে অন্ধ এবং বোবা হয়। এই রিক্সা এই সিএনজি যাবে? উত্তর নেই। আবহাওয়া ভাল থাকলে উল্টা জিগায় বারবার কোথায় যাবেন? রিক্সা সিএনজি বাহন বেশীর ভাগ নিম্ন-মধ্য আয়ের মানুষেরা ব্যবহার করে। আসলে শোষণ শব্দটি সুযোগের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু যে বিত্তশালীরাই গরীবদের শোষণ করে তা নয়। সুযোগ সন্ধানী গরীবও গরীবকে শোষণ করে। নরসুন্দর ব্যক্তি টেকো মাথার লোককে পছন্দ এবং প্রত্যাশা করে একই রেট এবং উপরি পাওনার আশায় এক ঘন্টার স্থলে পনের মিনিটে দ্রুত বাস্তবায়নে। কাজের বুয়া তার ইচ্ছানুযায়ী খাবার এবং চুরি না করতে পারলে প্লেট কাপ পিরিচ ভাঙার চর্চায় নিমগ্ন হয়। পয়সা কোন না কোন ভাবে উসুল করতে তো হবে। মোবাইল মুরগী বিক্রেতা আধা ঘন্টা ধরে চল্লিশ নিম্ন বয়সের স্বামী-স্ত্রীর পেছন পেছন ঘুরে যখন মুরগী বিক্রি করতে পারলো না আশা ছেড়ে দিয়ে যাওয়ার সময় একটা জিলিপির ছক্‌ একে দিল।” ম্যাডাম কিন্তু লইতে চাইছিল স্যার আপনি লইলেন না”- জানি না ঘরে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে হট্টগোল তৈরীতে জিলিপির ছকটি কাজে লেগেছিল কি না। শোষণ শব্দটি শুধুমাত্র অর্থের মাপকাঠিতে নির্ধারিত হবে এটা মনে হয় না। শোষণের সাম্রাজ্য বিশাল মনে হয়। যতটুকু আছে যতটুকু দেয়ার যতটুকু পাওয়ার তা নিয়ে সন্তুষ্ট থাকলে নিজে ভাল এবং পৃথিবীটাকে ভাল রাখা যায়। কিন্তু শোষণ না থাকলে শোষক এবং শোষিতের লড়াই বন্ধ। এবার ভেবে দেখুন পৃথিবীর খেলাটা কেমন হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক
পরবর্তী নিবন্ধধর্ষণ ও খুনের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন