অবশেষে ভেঙে পড়ল নড়বড়ে কালভার্টটি

রাঙ্গুনিয়ার আবদুল গণি সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৬ জুন, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অনেক পুরনো ও নড়বড়ে কালভার্টটি অবশেষে ভেঙে পড়েছে । গতকাল শনিবার বিকালের দিকে দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবদুল গণি সড়কের কালভার্টটি ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজারও মানুষ। কোথাও যেতে স্থানীয়দের এখন ঘুরে যেতে হচ্ছে তিন কিলোমিটার পথ।
জানা গেছে, উত্তর রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজার থেকে ১ কিলোমিটার দূরে ভাঙারপাড়ায় কালভার্টটির অবস্থান। এটি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে সংযুক্ত করেছে। স্থানীয়রা জানান, কালভার্টটি অনেক পুরনো ও নড়বড়ে অবস্থায় ছিল। গতকাল ঝড়ো বাতাস আর বৃষ্টির সময় সেটি ভেঙে পড়ে যায়। এদিকে বিকল্প সড়ক না থাকায় স্কুল-কলেজ-অফিসগামীসহ কালভার্ট ব্যবহারকারী হাজারও মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, শুধু এই কালভার্টটিই নয়, দুই কিলোমিটার দীর্ঘ আবদুল গণি সড়কটিরও বেহাল দশা। দীর্ঘদিন ধরে কালভার্টটি পুনঃনির্মাণসহ সড়কটি সংস্কারের জন্য দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা ফজলুল ইসলাম সেলিম ও জসিম উদ্দিন তালুকদার বলেন, এই রাস্তাটি ৯টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। এমনিতে রাস্তা ভাঙা, এর মধ্যে এখন কালভার্টও নেই। চরম দুর্ভোগে পড়েছি আমরা। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ৭ নং ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, কালভার্টটি সংস্কারে বরাদ্দ হয়েছে। তবে করোনাকালে এটির কাজ শুরু করতে পারেনি ঠিকাদার। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় জুয়ার আসরে অভিযান আটক ২২
পরবর্তী নিবন্ধ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল