অবশেষে পণ্য উঠানামায় চাক্তাইয়ের শ্রমিকদের মজুরি বাড়লো

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

চাক্তাইয়ে পণ্য ওঠানামায় খাতুনগঞ্জের শ্রমিকদের সাথে মজুরি বৈষম্যের অবসান চেয়ে দাবি জানিয়ে আসছিলো বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও কোরবানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে মজুরি বৃদ্ধি করেছেন চাক্তাইয়ের ব্যবসায়ীরা। এর আগে খাতুনগঞ্জের শ্রমিকদের চেয়ে প্রতি বস্তা লোডিংআনলোডিংয়ে চাক্তাইয়ের শ্রমিকরা ৪ থেকে ৬ টাকা কম পেতেন বলেন অভিযোগ করেন। অবশেষে চালের বস্তা লোড আনলোডিংয়ে মজুরি দেড় টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কাঁচাপণ্য লোড আনলোডিংয়ে মজুরি বেড়েছে ২ টাকা পর্যন্ত।

বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে শ্রমিকরা ব্যবসায়ীদের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ওমর আজম এবং চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল আলম আমাদের শ্রমিকদের মজুরি বাড়িয়েছেন। সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কোতোয়ালীবাকলিয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর প্রতি। তিনি আমাদের মজুরির বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছেন। উল্লেখ্য, এর আগে মজুরির বৃদ্ধির দাবিতে বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতারা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় কল কারখানা পরিদর্শন অধিদপ্তরের পরিচালক বরাবর চিঠি লিখেন।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সংলাপ
পরবর্তী নিবন্ধপ্রসূতি মা ও নবজাতকদের স্বাস্থ্য উপকরণ প্রদান