অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চসিক

তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির ইফতার মাহফিলে মেয়র

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসার প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

গতকাল সোমবার নগরীর হল ২৪ কনভেনশন সেন্টারে তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর আমীর শাহজাহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আলমাদানী। সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল। সঞ্চালনা করেন মোজাম্মেল হক।

মেয়র বলেন, একটি পরিকল্পিত নগরী ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে। এজন্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা এবং নগর পরিষেবার মানোন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নগরীর প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকার যানজট নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে। বাজারের আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র বলেন, নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর যানজট নিরসনে সিটি কর্পোরেশন সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে কাস্টম হাউস, চাক্তাইখাতুনগঞ্জ, নিউ মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদ এবং জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কমাতে কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পাঁচতলা ভবনে রঙ করতে গিয়ে নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু