অফিস চলাকালে এসির ব্যবহার কমানোর পরামর্শ

উন্নয়ন সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চলমান বিশ্বের সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে অফিস চলাকালীন এসি ও বৈদ্যুতিক বাতির ব্যবহার কমিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। একই সাথে তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার চলমান সরকারি প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

সভায় বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন-পলিথিনের ব্যবহার বন্ধে পলিথিন উৎপাদনকারীদের নিরুৎসাহিত করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনার নির্দেশ দেন।

সভায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এ পর্যন্ত ৬৫ ডেঙ্গু রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধ‘পাহাড়খেকো’ ইয়াছিন গ্রেপ্তার