অপেক্ষার প্রহর শেষে

কল্যাণ বড়ুয়া | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ভালোবাসা!

কেমন জানি, হৃদয় মাঝে

দোল দিয়ে যায়

মন ছুটে যায় আকাশ পানে।

ভালো লাগা একটু একটু

হঠাৎ করে হৃদয় মাঝে

ঝড় বয়ে যায়।

মন হয়ে যায় উরু উরু

বুকের মাঝে দুরু দুরু,

সাইক্লোনের হাওয়া এসে

মনের মাঝে উত্তাল পাতাল

ঢেউ বয়ে যায় আপন মনে।

পাল ছেঁডা সেই নৌকাখানি

এদিক সেদিক ঘোরা ঘুরি

একটু ডুবে, একটু ভাসে

তীরের দেখা পায় না পথিক।

ঘুমের রাজ্যে স্বপ্নগুলো

এলোমেলো ঘুরে ফিরে,

মনের কোণে জমে থাকা

কালো মেঘের বৃষ্টি এসে

চোখ ভিজে যায়।

অবাক পানে তাকিয়ে দেখা

সূর্য্য ডোবা অন্ধকারে

চাঁদের আলো,

স্নাত হয়ে ঘুমের ঘোরে

প্রলাপ বকে, অন্তরে বয়

রঙিন হাওয়া।

অপেক্ষাটার প্রহর শেষে

নিশ্চিত! একদিন আসবে

জানি, ভালোবাসার মানুষ খানি।

পূর্ববর্তী নিবন্ধজানি আমি জানি
পরবর্তী নিবন্ধআন্ধার মাণিক!