অপহৃত শফিকুল আলম টেকনাফে উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৩:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ নোয়াখালীপাড়া এলাকা থেকে শফিকুল আলম (৪২) নামে এক অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

গত ২৩ এপ্রিল ব্যবসার কাজে ঢাকা থেকে কক্সবাজার আসে শফিকুল আলম। কতিপয় লোক তাকে অপহরণ করে নির্জন জায়গায় আটকে রেখে তার পরিবারের সদস্যদের ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলার বলে হুমকি দেয়। বিষয়টি র‌্যাব-১৫ অবগত হয়ে র‌্যাবের একটি আভিযানিক দল (২৫ এপ্রিল) সোমবার রাত সাড়ে ১১ টার সময় টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে ভিকটিম শফিকুল আলমকে উদ্ধার করে।

তিনি জানান, গত ২৩ এপ্রিল কতিপয় অপহরণকারী তাকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে অপহরণ করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ের নির্জন স্থানে আটকে রাখে। পরবর্তীতে তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর নিয়ে ফোন করে মুক্তিপণ দাবি করে এবং বিভিন্ন সময় তাকে শারিরিকভাবে নির্যাতন করা হতো।

এদিকে ভিকটিমকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের কাছে রাশিয়ার তেলের ডিপোতে আগুন
পরবর্তী নিবন্ধলাখ লাখ কম্পিউটার অচল করে দিয়েছিল যে ভাইরাস