অপহৃত রোহিঙ্গা নেতা ফিরেছেন চার লাখ টাকা মুক্তিপণে

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

টেকনাফে অপহরণের দুদিন পর চার লাখ টাকা মুক্তিপণে ফিরে এসেছেন অপহৃত রোহিঙ্গা নেতা মো. সেলিম (৫৫)। গতকাল শুক্রবার বিকাল ৫টার সময় টেকনাফ নোয়াপাড়া ক্যাম্পের মৌচনী এলাকার একটি পাহাড়ে তাকে ছেড়ে দিয়ে যায় সন্ত্রাসীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে স্বজনরা। মোহাম্মদ সেলিম টেকনাফ মৌচনী ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা।

ক্যাম্প মাঝি বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, দুইদিন আগে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছিল রোহিঙ্গা নেতা মো. সেলিমকে। পরে সেলিমের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবারকে অপহরণকারীরা টাকা না পেলে হত্যা করা হবে হুমকি দিয়ে আসছিল। টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল ৫ টার সময় মৌচনী ক্যাম্পের পেছনে পাহাড়ের ভেতর থেকে রোহিঙ্গা নেতা সেলিমকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়ার জন্য হাসাপাতালে নেওয়া হয়েছে। তবে টাকা দিয়ে মুক্তিপণের বিষয়টি অবগত নন বলে জানান তিনি। এর আগে বুধবার রাত ১০টার দিকে মো. সেলিমের বসতঘরে ঢুকে তাকে অপহরণ করেছিল অস্ত্রধারীরা।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত
পরবর্তী নিবন্ধউত্তাপ ছড়ানোর পর কমছে আদার দাম