রাউজানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের বড়ভাই নুরুল ইসলাম নুরু অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করলেও অপহরণের দুই ঘন্টা পর ছেড়ে তাকে দেওয়া হয় বলে জানিয়েছে পরিবার।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধা ৬টায় রাউজান উপজেলার অলিমিয়া হাট অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে ৬ থেকে ৮ টি মোটরসাইকেলে করে নুরুল ইসলাম নুরুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তবে অপহরণকারীদের চিনতে পারায় রাত ৮ টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অপহরণ থেকে মুক্তি পাওয়া নুরুল ইসলাম নুরু আজাদীকে বলেন, শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে ৬ থেকে ৮ টি মোটরসাইকেল করে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী আমাকে অপহরণ করে।
এ সময় মোটরসাইকেলে উঠতে দেরি হওয়ায় এক সন্ত্রাসী আমাকে থু থু মারে। আমার মোবাইল ভাঙচুর ও আমাকে মারধর করে।
তিনি আরও বলেন, মারধর করে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে আমার পকেটে ১৩ হাজার টাকা নিয়ে যায়। পরে আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে।
পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে। এছাড়াও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করে। পরে নানা চাপে পড়ে এবং অপহরণকারী কয়েকজনকে চিনতে পারায় দুই ঘণ্টা পর অলিমিয়া হাট বাজারের কাশেম মেম্বারের ঘাটা এলাকায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম সফিকুল আলম বলেন, কাউকে অপহরণ করার বিষয়ে থানায় কেউ অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ বা মামলা করলে জড়িতদের শনাক্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।