কেউ খুলে বসেছেন স্মৃতির ঝাপি, কেউ মেতেছেন খোশ–গল্পে, কেউ বা আবার গান ধরেছেন দরাজ গলায়। সেই গানের সুরে আর তালে অনেকেই নাচছে। এমন বাঁধনহারা একটি আনন্দময় দিন কাটলো নগরের অপর্ণা চরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী।
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব শিক্ষার্থী গত ৩ মার্চ (শুক্রবার) মিলিত হয়েছিলেন নগরের ফয়’স লেকের বিনোদন কেন্দ্রে। দিনব্যাপী এই আয়োজন সূচির মধ্যে ছিল– আলোচনা, গান, নাচ ও মধ্যাহ্নভোজ। অপর্ণা চরণ প্রাক্তনছাত্রী পরিষদ আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. জয়নাব বেগম, বাসনা হোড়, পারভীন মাহমুদ, প্রফেসর শুক্লা ইফতেখার, আইভী হাসান, জ্যোৎস্না কায়সার, শুভ্রা বিশ্বাস, রাহিমা সুলতানা রুমি, সাফিয়া রহমান স্বাতী, আমাতুল খায়ের, জেসমিন বাপ্পী, নুরুননেছা আহম্মদ মুক্তা, রচিতা দে, নাজনীন কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












